Logo
×

Follow Us

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

Icon

রবিউল রিদুয়ান

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১৫:১৫

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সহজ হয়ে যায়। এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কার্যকরী কিছু পরামর্শ থাকল।

উচ্চমাধ্যমিক পরীক্ষার পর জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়। আর তা হলো একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এই ধাপটির ওপর নির্ভর করে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার কোনদিকে যাবে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রস্তুতি পর্বটা ভালো হওয়া উচিত। কারণ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা অনেক প্রতিযোগিতামূলক। সেই প্রতিযোগিতায় টিকতে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন

একজন শিক্ষার্থীর প্রথম কাজ হলো আগ্রহ ও ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় ঠিক করা। যেমন@বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কৃষি ও প্রকৌশল ইত্যাদি ইউনিট। এসব ইউনিটের অধীনে একাধিক বিষয় থাকে। তাই শিক্ষার্থীকে পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিতে হবে। এ ক্ষেত্রে ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা জানা থাকলে বিষয় ঠিক করা সহজ হয়ে যায়। তাই উচ্চ মাধ্যমিকের পর একজন শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ও কোন বিষয়ে পড়তে চান।

ভর্তি পরীক্ষার তথ্য সংগ্রহ

বিশ্ববিদ্যালয় ও বিষয় ঠিক করা হলে ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। তিনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেখানে ভর্তি পরীক্ষার সময়সীমা, আবেদন পদ্ধতি, সিলেবাস ও নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। সাধারণত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই এসব তথ্য পাওয়া যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস আলাদা হয়। তাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, সেখানকার ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানুন। তারপর সেভাবে প্রস্তুতি নিন। 

আগের প্রশ্নপত্র সমাধান

বিশ্ববিদ্যালয় ঠিক করার পর সেই বিশ্ববিদ্যালয়ের কয়েক বছরের প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। তারপর সেগুলো সমাধান করতে হবে। এতে সেখানকার প্রশ্নের নমুনা পাবেন। আবার পুরনো প্রশ্ন সমাধানের মাধ্যমে নিজেকেও যাচাই করে নিতে পারবেন। এতে আপনার আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়বে।

দরকারি বই সংগ্রহ ও রিসোর্স ব্যবহার

আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেখানে ভর্তির জন্য নানান বই পাওয়া যায়। এই বইগুলো সংগ্রহ করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক কোচিং স্টোর আছে। সেখান থেকেও দরকারি বই সংগ্রহ করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বাজারে আলাদা বই পাওয়া যায়। তবে এই বইগুলো শেষ কথা নয়। এর বাইরে আপনাকে বিভিন্ন রিসোর্স ব্যবহার করতে হবে। তাহলে অনেক ধারণা পাবেন।

মক টেস্ট ও গ্রুপস্টাডি

বিশ্ববিদ্যালয়ের জন্য একা প্রস্তুতি না নিয়ে বন্ধুদের সঙ্গে প্রস্তুতি নিতে হবে। তাহলে ওদের সঙ্গে মক টেস্টে অংশ ও গ্রুপস্টাডি করা যাবে। এতে অনেক অজানা বিষয়ও সহজে শেখা যায়। ফলে প্রস্তুতি পর্বটাও ভালো হবে।

মানসিক ও শারীরিক সুস্থতা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বেশ পরিশ্রমের কাজ। তাই প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজের মানসিক ও শারীরিক সুস্থতার দিকে নজর রাখতে হবে। এজন্য প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেতে, পর্যাপ্ত ঘুমাতে ও নিয়মিত ব্যায়াম করতে হবে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করা যেতে পারে। ভুলে গেলে চলবে না যে সুস্থ থাকলে যে কোনো কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

সময় ব্যবস্থাপনা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট সময় থাকে। ওই সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে হয়। তাই আগে থেকেই সময় ব্যবস্থাপনা নিয়ে সচেতন হতে হবে। অনেকের প্রস্তুতি ভালো থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সব উত্তর না দিতে পেরে ভর্তির সুযোগ পায় না। তাই আগে থেকেই অনুশীলন করে সময়কে নিজের আয়ত্তে নিতে হবে।

ভর্তির আবেদন 

নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে। আবেদনে কোনো ভুল করা যাবে না। সব তথ্য সঠিকভাবে দিতে হবে। কারণ ভুল তথ্য থাকলে পরে ঝামেলা হতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ কারও মাধ্যমে আবেদন করিয়ে নিন। আবেদন জমার আগে সব তথ্য অবশ্যই যাচাই করে  নেবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫