Logo
×

Follow Us

শিক্ষা

জবির সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ফারহানা জামান

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ২১:১৯

জবির সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ফারহানা জামান

অধ্যাপক ড. ফারহানা জামান। ছবি: জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান পদে অধ্যাপক ড. ফারহানা জামানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সাবেক চেয়ারম্যান ড. সাবিনা শরমীনের স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড  মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ হওয়ায় এবং বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ফারহানা জামানকে পরবর্তী তিন বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

এ আদেশে আরও বলা হয়েছে, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ আজ থেকে বলবৎ হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, আমি চেয়ারম্যান হিসেবে প্রথমে একাডেমির দিকে মনোযোগ দিতে চাই। শিক্ষার্থীদের কিভাবে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য প্রস্তুত করা যায় সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। এছাড়াও শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করা এবং এক্ষেত্রে তাদের জন্য নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করাও আমার অন্যতম লক্ষ্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫