উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের নতুন গন্তব্য লিথুয়ানিয়া

মীর ইফতেখার উদ্দিন ফাহাদ
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৬

ভিলনিয়স ইউনিভাসিটি। ছবি: সংগৃহীত
ইউরোপের দেশগুলোর মধ্যে অনেকটা এগিয়ে লিথুয়ানিয়া। দেশটিতে উচ্চশিক্ষা বেশ সাশ্রয়ী। তাই উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের অন্যতম গন্তব্য লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র লিথুয়ানিয়ার মূল আকর্ষণ হলো দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের শিক্ষাসেবা। এগুলোতে ইংরেজিতে পড়াশোনা করা প্রগ্রামের সংখ্যা ৩৫০টির বেশি, যার সব কটিই ইউরোপসহ বিশ্বে স্বীকৃত। সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভিলনিয়স ইউনিভার্সিটি ও এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্ববিদ্যালয়। দেশটিতে উচ্চশিক্ষার প্রয়োজনীয় খরচ, ভর্তি, ভিসা, অধ্যয়নের খরচ ও বৃত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।
সেরা বিষয়গুলো
মেডিসিন, অ্যাকাউন্টিং ও অডিট; ফ্যাশন ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, ব্যবসা ও জনপ্রশাসন; আইন, পারফর্মিং আর্টস ও প্রকৌশল বিজ্ঞান।
আবেদনের উপায়
বিদেশি শিক্ষার্থীরা প্রধানত দুটি ইনটেকে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন করতে পারেন। প্রথমটি হলো সেপ্টেম্বরে, যেটি অটাম ইনটেক হিসেবে পরিচিত। আরেকটি ইনটেক হয় জানুয়ারিতে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেপ্টেম্বরে বেশি সাবজেক্টে ভর্তির সুযোগ থাকে। আবেদনের সময়সীমা এবং প্রয়োজনীয় বিষয়গুলো স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভরশীল। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে ভর্তির আবেদন যাচাই করে, যা সম্পন্ন করতে এক মাস বা তার বেশি সময় লেগে যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র; শিক্ষাগত যোগ্যতার সনদ (মার্কশিটসহ), যা লিথুয়ানিয়ান সেন্টার ফর কোয়ালিটি অ্যাসেসমেন্ট ইন হায়ার এডুকেশন কর্তৃক স্বীকৃত হতে হবে, কারিকুলাম ভিটা, উচ্চশিক্ষার জন্য লিথুয়ানিয়াকে বেছে নেওয়ার কারণ উল্লেখপূর্বক কয়েক কপি মোটিভেশনাল লেটার, বৈধ পাসপোর্ট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, আবেদন ও অধ্যয়ন ফি পরিশোধের রসিদ, জীবনযাত্রার খরচ বহন করার জন্য পর্যাপ্ত তহবিলের প্রমাণস্বরূপ ব্যাংক স্টেটমেন্ট এবং ইংরেজি দক্ষতার প্রশংসাপত্র (আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ বা টোফেল স্কোর ৮১)।
স্টুডেন্ট ভিসার জন্য আবেদন
বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যাশনাল ডি-টাইপ ভিসার আবেদন করতে হবে। সাধারণত ১৫ দিনের মধ্যে জারি করা এই ভিসায় কমপক্ষে ৯১ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত লিথুয়ানিয়ায় থাকার অনুমতি পাওয়া যায়। এর জন্য লিথুয়ানিয়ান মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেমের (এমআইজিআরআইএস) মাধ্যমে আবেদন করতে হয়। এক বছরের বেশি সময় অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের দেশটিতে পৌঁছে অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হয়। এই পারমিট দেশটির মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়।
ন্যাশনাল ভিসা ফি ১৪০ ইউরো, যা প্রায় ১৮ হাজার ৪০ টাকার (১ ইউরো=১২৮ দশমিক ৮৬ বাংলাদেশি টাকা) সমান। বাংলাদেশের লিথুয়ানিয়া কনস্যুলেটে সাধারণত কোনো ধরনের ভিসা কার্যক্রম পরিচালনা করা হয় না। এ জন্য প্রার্থীরা ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকেও লিথুয়ানিয়ার ভিসা করতে পারেন।
ভিসা আবেদনের জরুরি কাগজপত্র
ছয় মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ৩৫/৪৫ মিলিমিটার সাইজের দুটি রঙিন ছবি; ১০ বছরের মধ্যে ইস্যু করা বৈধ পাসপোর্ট (কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকবে এবং লিথুয়ানিয়ায় পৌঁছার তারিখের পর ন্যূনতম তিন মাসের মেয়াদ থাকবে); লিথুয়ানিয়ায় গমনের কারণ (হোটেল বুকিং ও ভ্রমণসূচির তথ্যসহ) দর্শানো সাপেক্ষে প্রয়োজনীয় নথি অথবা এমআইজিআরআইএস আমন্ত্রণপত্র; ভ্রমণ চিকিৎসা বিমা (দেশটিতে অবস্থানকালের জন্য কমপক্ষে ৩০ হাজার ইউরোর (প্রায় ৩৮ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা); ফ্লাইট বুকিংয়ের তথ্যাবলি, লিথুয়ানিয়ায় বাসস্থানের প্রমাণ (হোটেল রিজার্ভেশন, হলিডে হোম ভাড়া, ক্যাম্পাস হাউজিং বা স্পন্সরশিপসহ ব্যক্তিগত আবাসন); লিথুয়ানিয়ায় যাওয়ার উদ্দেশ্য এবং বিশদ ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীর সই করা একটি কভার লেটার; আর্থিক সচ্ছলতার প্রমাণস্বরূপ বিভিন্ন শর্তে প্রাসঙ্গিক কাগজপত্র দাখিল করতে হবে (তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক দ্বারা স্ট্যাম্প করা এবং স্পন্সর বা আবেদনকারী কর্তৃক সই করা বিগত টানা তিন কর মূল্যায়ন বছরের আয়কর রিটার্নের প্রমাণ, চাকরিজীবী হলে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, গত তিন মাসের বেতন স্লিপ এবং নিয়োগকর্তার কাছ থেকে আবেদনকারীর ছুটির জন্য লিখিত অনুমোদন এবং স্ব-নিযুক্ত হলে কোম্পানির নিবন্ধন প্রশংসাপত্র এবং জিএসটি নিবন্ধন নম্বর ও এমআইজিআরআইএস আমন্ত্রণপত্রে বর্ণিত স্পন্সরশিপ এবং ব্যক্তিগত বাসস্থান নিশ্চিতকারী নথিপত্র)।
সম্ভাব্য খরচ
অধ্যয়ন ফি বিশ্ববিদ্যালয়, নির্দিষ্ট বিষয় এবং পাঠ্যক্রমের স্তরের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। এর জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রতিবছর গড়ে যে পরিমাণ বাজেট রাখতে হবে তা হলো স্নাতকের জন্য সাধারণত পাঁচ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৩০০ লিতাস পর্যন্ত (লিতাস ১= ৩৭ দশমিক ১২ বাংলাদেশি টাকা), মাস্টার্স প্রগ্রামের জন্য সাত হাজার থেকে ২৭ হাজার ৭০০ লিতাস, পিএইচডির জন্য সর্বোচ্চ ২৯ হাজার লিতাস। লিথুয়ানিয়ার বিভিন্ন শহরে বসবাসের মাসিক খরচ গড়ে এক হাজার ৭২৬ থেকে দুই হাজার ৭৬২ লিতাস।
বৃত্তি
ফুলটাইম মাস্টার্সে অধ্যয়নের জন্য লিথুয়ানিয়ান স্টেট স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ। এই বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমিয়ে সম্পূর্ণ টিউশন ফি কভারেজ প্রদান করে। বৃত্তি প্রার্থীরা জীবনযাত্রার খরচের জন্য প্রতি মাসে ৮২৫ ইউরো (এক লাখ ছয় হাজার ৩১০ টাকা) পান। এই আর্থিক সহায়তার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা কভারেজ এবং ফ্লাইট টিকিটের খরচও অন্তর্ভুক্ত। জাতীয় ও আন্তর্জাতিক বৃত্তি ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর রয়েছে নিজস্ব বৃত্তির ব্যবস্থা। ভিলনিয়স বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সেমিস্টারের টিউশন ফি ছাড় দেয়। ভিতওতাস ম্যাগ্নাস ইউনিভার্সিটি ডক্টরেট, স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করে।
খণ্ডকালীন চাকরির সুযোগ
ইউরোপের বাইরের শিক্ষার্থীরা অধ্যয়নকালীন প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি পেয়ে থাকেন। পিএইচডির শিক্ষার্থীদের ফুলটাইম জব করার সুযোগ দেওয়া হয়। প্রকৃতপক্ষে যাদের অস্থায়ী বসবাসের অনুমতি রয়েছে, তারা অতিরিক্ত ওয়ার্ক পারমিট ছাড়াই জব করতে পারেন। এমনকি স্নাতক শেষ করার পরও তাদের অতিরিক্ত তিন মাস পর্যন্ত ফুলটাইম কাজ করার অনুমতি রয়েছে।