
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শেষ হতে হচ্ছে আগামীকাল বুধবার।
আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) রাত ১১:৫৯ পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) আবেদনের শেষ হওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে সেবা প্রদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে দুইদিন বৃদ্ধি করে ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর করা হয়।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা।