Logo
×

Follow Us

শিক্ষা

৭ কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:১২

৭ কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ

ভর্তি পরীক্ষা আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে অনুষ্ঠিত এই বিক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। 

তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে এবং তারা দীর্ঘদিন ধরে সাত কলেজের জন্য একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন। 

তারা আরও বলেন, সাত কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছি। সাত কলেজের এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ১৩ সদস্যের কমিটি ৬ সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল। প্রতিবেদনটি নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে।

এমন বাস্তবতায় আমরা শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে দীৰ্ঘ ৪ মাস সময় দেওয়া অতিরঞ্জিত বলে মনে করে গত বুধবার সংবাদ সম্মেলন করে রাষ্ট্রকে জানিয়েছি ৪ মাস নয় বরং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ কার্যদিবস অর্থাৎ এক মাসের মধ্যেই সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এ বছর অর্থাৎ ২০২৪-২৫ সেশনের সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। এটা সাত কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নতুন সেশনের ভর্তি পরীক্ষা মেনে নেবে না। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংবাদ সম্মেলন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজে ভর্তি ফরম প্রকাশের উদ্যোগ নিয়েছে, যা তারা তীব্রভাবে নিন্দা জানায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন সেশনের ভর্তি পরীক্ষা তারা মেনে নেবে না এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ষড়যন্ত্র করে, তবে তারা আবার আন্দোলনে নামবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫