Logo
×

Follow Us

শিক্ষা

১৬ বছর পর রাবিতে প্রকাশনা উৎসব করল ছাত্রশিবির

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৬

১৬ বছর পর রাবিতে প্রকাশনা উৎসব করল ছাত্রশিবির

রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। আজ রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়েছে।

উৎসবে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র কুরআন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানান বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই।

স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামীর বই রয়েছে। আশা করছি প্রতি বছর এমন উৎসব আয়োজন হবে।

এ বিষয়ে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ১৫-১৬ বছর আমরা এসব শিক্ষামূলক প্রোগ্রাম করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের সুন্দর প্রকাশনা ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫