মেরিটাইম শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ইউজিসি’ পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি প্রশাসনের সাথে বারবার বৈঠক করেও সমাধান না আসায় শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ইউজিসি’ ঘোষণা করে। ছবি: সংগৃহীত
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠলেও এখনও অনেক বিষয়ে শিক্ষার্থীদের সাথে দূরত্ব রয়ে গেছে বাংলাদেশের ৩৭তম পাবলিক ও মেরিটাইম বিষয়ক একমাত্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির।
বর্তমানে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি সেমিস্টার বাবদ বিভাগ ভেদে ১২-১৫ হাজার টাকা গুণতে হচ্ছে। যা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ২-৩ গুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বারবার বৈঠক করেও সমাধান না আসায় শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ইউজিসি’ ঘোষণা করে।
সে লক্ষ্য তারা আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় হতে বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বর্তমানে তারা ইউজিসি ভবনের নিচে তাদের তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি গুলো হলো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করা, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য করে সেমিস্টার ফি কমানো এবং স্থায়ী ক্যাম্পাসে দ্রুত নিয়ে যাওয়া।