Logo
×

Follow Us

শিক্ষা

ভারতে বাংলাদেশি তরুণীকে হত্যা, প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৮

ভারতে বাংলাদেশি তরুণীকে হত্যা, প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি- ঢাবি প্রতিনিধি

ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, ভারতের হাতে বাংলাদেশিদের খুন কোনো নতুন ঘটনা নয়। ভারত বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে একের পর এক খুন করেই গেছে। অসংখ্য প্রতিবন্ধকতা তৈরি করে তারা এই দেশকে রাজ্য বানিয়ে রেখেছিল। গত ৫৪ বছরে ভারতের আধিপত্যের কারণে যত খুন হয়েছে তার সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ভারত বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে দেখাতে চেয়েছে। তারা বাংলাদেশের মানুষকে নিয়ে ভারতে ঘৃণা উৎপাদন করেছে। এই হত্যাকাণ্ড তারই ফলাফল। ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেনি। যতদিন বাংলাদেশ সফল রাষ্ট্র না হবে ততদিন রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’সহ নানা স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এতে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনুল ইসলাম, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, ঢাবি শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন সাদাত, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইয়াসমিন মিতু, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি প্রমুখ বক্তব্য দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫