Logo
×

Follow Us

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো না আরেফিন সিদ্দিকের জানাজা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৮:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো না আরেফিন সিদ্দিকের জানাজা

সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্তের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা হয়নি।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, “পরিবারের সিদ্ধান্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না।”

জানাজা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে।”

নিয়াজ আহমদ খান বলেন, “তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

আরেফিন সিদ্দিকের জানাজা নিয়ে তার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ইতিবাচক সাড়া’ দেয়নি। আর ‘ভুল তথ্য প্রচার হয়েছে।’

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা কর্তৃপক্ষ নিজেদের কেন্দ্রীয় মসজিদে হতে দিচ্ছে না বলে যে খবর প্রচার করা হচ্ছে এটি ভুল তথ্য।

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫