উদয়ন স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৮:৫৭
ইফতার মাহফিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সাম্প্রতিক দেশকাল
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য পরিষদ’ এর আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও অংশগ্রহণে ছিলেন মাকসুদ চৌধুরী, আকতার হোসেন, শওকত উল্লাহ, মজিবুর রহমান, অ্যাডভোকেট গাঙ্গুহী, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট দিলীপ কুমার সরকার, আবুল হোসেন, ইলিয়াস উদ্দিন পলাশ, জয়নাল আবেদীন, তিতু খান প্রমুখ।
-67d81c1e6cf25.jpg)
ইফতার শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা স্মৃতিচারণায় অংশ নেন। এ সময় এক উৎসবমুখর আবহের সূচনা হয়।
