
উপবৃত্তি পাওয়ার পরও প্রাথমিকের যে সব শিক্ষার্থীর অভিভাবকরা তা উত্তোলন করেননি তাদের ২৫ জুনের মধ্যে টাকা তোলার নির্দেশ দিয়েছে সরকার।
নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না তুললে এসব টাকা সরকারি কোষাগারে ফেরত নেয়া হবে। পরবর্তী সময়ে এই টাকা আর দাবি করা যাবে না।
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান-৩য় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) পাঠানো চিঠিতে টাকা তুলে নিতে অভিভাবকদের জানাতে বলা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিছু অ্যাকাউন্টের টাকা তোলা হয়নি। এ অবস্থায় এসব অ্যাকাউন্ট প্রকৃত সুবিধাভোগী অভিভাবকের নয় বলে প্রতীয়মান হচ্ছে। তাই প্রকৃত অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়।