Logo
×

Follow Us

শিক্ষা

প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া

শিক্ষকদের কোচিং-টিউশনিসহ যেসব সুবিধা থাকছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১০:১৩

শিক্ষকদের কোচিং-টিউশনিসহ যেসব সুবিধা থাকছে

গত ১০ বছর ধরে  শিক্ষা আইনের খসড়া নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। সর্বশেষ গত রবিবার এ নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। আগের খসড়ায় তেমন বড় কোনো পরিবর্তন আনা হয়নি। 

প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায় নোট-গাইড নিষিদ্ধ রেখে সন্ধ্যার পর কোচিং সেন্টার খোলা রাখার বিধান রাখা হচ্ছে। তবে শিক্ষার্থীদের ড্রেস কোডের অংশটুকু বাদ দেওয়া হয়েছে।

খসড়া আইনটি শিগিগরই চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত ধারায় বলা হয়েছে, সন্ধ্যার পর কোচিং সেন্টার পরিচালনা করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনির মাধ্যমে পাঠদানের জন্য কোচিং সেন্টার পরিচালনা করা বা কোচিং সেন্টারে শিক্ষকতা করা নিষিদ্ধ গণ্য হবে না।

বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সন্ধ্যার আগ পর্যন্ত অর্থাৎ দিনে কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। তা করা হলে ঐ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল হবে। কোচিং সেন্টারে কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পাঠদান করাতে পারবেন না। 

খসড়ায় আরো বলা হয়েছে, আইনে ড্রেস কোডের উল্লেখ থাকবে না। তবে নীতিমালা বা পরিপত্রে ড্রেস কোড নির্ধারণ করা হবে পরে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদের বলেছেন, খসড়ায় তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আইনে না থাকলেও হয় এমন দুটি বিষয় বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি শিক্ষার্থীদের ড্রেস কোড। ড্রেস কোড আইনে রাখা হয়নি। খসড়া অনুযায়ী নোট-গাইড নিষিদ্ধ রাখার ধারাটি আগের মতোই রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম ফারুক বলেন, আইনের খসড়া এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরো একাধিক সভা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫