Logo
×

Follow Us

শিক্ষা

বাকৃবিতে নীলদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১৯:০২

বাকৃবিতে নীলদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে। 

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

নীলদলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আহসান বিন হাবিব এবং সদস্য সচিব প্রফেসর ড. সৈয়দ মো. এহসানুর রহমানের নেতৃত্বে মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রবেশ পথে বৃক্ষরোপণ করা হয় এরপর প্রান্তিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. ফকির আজমল হুদা প্রমুখ।

এ সময় প্রফেসর ড. মো. আহসান বিন হাবিব বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার আহবানে সবাইকে তিনটি করে গাছ লাগানোর জন্য অনুরোধ করেন।

এ সময় বক্তারা বলেন- গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি পুষ্টি যোগান দেওয়া এবং বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫