Logo
×

Follow Us

শিক্ষা

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের ফল ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২৩:১৩

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের ফল ঘোষণা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ছয় জন অভিভাবক প্রতিনিধি ও তিন জন শিক্ষক প্রতিনিধিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ফল ঘোষণা করেন  প্রিজাইডিং অফিসার ফারজানা জামান।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় গোলাম বেনজীর, মাধ্যমিক শাখায় সিদ্দীকি নাসিরুদ্দীন ও ওহেদুজ্জামান, কলেজ শাখা থেকে এবিএম মনিরুজ্জামান ও মুর্শিদা আক্তার এবং অভিভাবকদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট রিনা পারভিন বিজয়ী হয়েছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিতরা হলেন- উচ্চমাধ্যমিকে বাদরুল আলম, মাধ্যমিকে ফাতেমা জহুরা হক ও জান্নাতুল ফেরদৌস।

গভর্নিং বড়ির নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫