Logo
×

Follow Us

শিক্ষা

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১৩:২০

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সেশনজট নিরসনসহ চার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার পর তারা শাহবাগে অবস্থান নেন। এরফলে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু করোনার সময় কোনো ধরনের ক্লাস-পরীক্ষা হয়নি। আর এই সময়ে এভাবে বেতন আদায় করা অমানবিক। 

আকবর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, এই সময়ে মেডিকেলে প্রফেশনাল পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। করোনার মধ‌্যে আমরা এই ঝুঁকি নিতে চাই না।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাকিল আহমেদের সাথে দেখা করে নিজেদের দাবিগুলো জানিয়ে আসেন মেডিকেল শিক্ষার্থীরা। 

তবে আন্দোলনকারী এক শিক্ষার্থী আজ বলেন, তাদের দাবিগুলো যে যৌক্তিক, তা কর্তৃপক্ষও মানছে, কিন্তু সমাধান করছে না।

আজ সকালে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন। সেখান থেকে তারা ডিনের কার্যালয়ে যান। এরপর বেলা ১১টার দিকে শ তিনেক মেডিকেল শিক্ষার্থী মিছিল করে শাহবাগের দিকে রওনা হন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে চলে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। 

এ বিষয়ে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, তাদের সড়ক ছাড়ার জন‌্য বোঝানো হচ্ছে। দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য অধিদফতরে যাওয়ার জন‌্য অনুরোধ করা হচ্ছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫