Logo
×

Follow Us

শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ২৩:৪৪

ঢাবি ক্যাম্পাসে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

সন্ধ্যা ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না। এছাড়া মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে।

করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও এখন খোলা আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫