Logo
×

Follow Us

শিক্ষা

জবিতে অনার্স-মাস্টার্স পরীক্ষা ২০ ডিসেম্বর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ১৮:৩৬

জবিতে অনার্স-মাস্টার্স পরীক্ষা ২০ ডিসেম্বর

স্বাস্থ্যবিধি মেনে ২০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার ও স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।

সোমবার (৭ ডিসেম্বর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষা চলাকালে নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সুবিধার ক্ষেত্রেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল এবং পরীক্ষার প্রস্তুতি নেয়া ছিলো; আগেই তাদের পরীক্ষার রুটিন করা হবে এবং স্বাস্থ্যবিধি রক্ষার্থে একটা রোটেশন করা হবে যাতে সবাই একসাথে না আসে। ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বিভাগীয় ডিনরা একটা রোটেশন করবেন এবং একটা নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী ওই দিন পরীক্ষা দিতে আসবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫