Logo
×

Follow Us

শিক্ষা

ঝিনাইদহে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪০

ঝিনাইদহে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সেশন জট নিরসন, অনলাইন ক্লাস বাতিল করে নিয়মিত পাঠদানসহ চারদফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

আজ রবিবার (১৭ জানুয়ারি) সকালে কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। 

পরে বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে রাস্তার দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। 

শিক্ষার্থীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ করোনাকালে কোনো ধরনের ক্লাস, ব্যবহারিক পরীক্ষা না নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সুচি দিয়েছে। এতে আামাদের দুই সেমিস্টার যেমন গ্যাপ হয়েছে তেমনি আমরাও অনেক কিছু শিখতে পারিনি।

অন্যদিকে অনেক দরিদ্র শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না। তাই এইসব সমস্যা সমাধান ছাড়া যেন পরীক্ষা না নেয়া হয় সেই দাবিতেই এই আন্দোলন।

পরে পুলিশ সমস্যার সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫