Logo
×

Follow Us

শিক্ষা

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:৫১

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

ফাইল ছবি

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হয় এবং এ কার্যক্রম ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

এছাড়া করোনাভাইরাস মহামারির কারণে এবছর এসএসসির নির্বাচনি পরীক্ষা হবে না বলেও জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের ওয়েবাসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২০ সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ১ এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরমপূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা। মানবিক বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা।

এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, অ‌্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাসের কারণে এরই মধ্যে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।

এ বছর সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে সরকারের তরফে ঘোষণা দেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫