Logo
×

Follow Us

শিক্ষা

ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৭:০৫

ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছাল

চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরের চিত্র। ছবি: স্টার মেইল

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ৩০ এপ্রিলের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার ( ২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫