Logo
×

Follow Us

শিক্ষা

জবি নাট্যকলা বিভাগের ভার্চুয়াল ওয়ার্কসপ অনুষ্ঠিত

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২১, ১৭:৫০

জবি নাট্যকলা বিভাগের ভার্চুয়াল ওয়ার্কসপ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ভার্চুয়াল ওয়ার্কসপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজনে নাট্যকলা বিভাগে কারিকুলাম ও সেলফ এসেসমেন্ট শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ জুন) অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- আইকিউএসির পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।

মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইন-উল হুদা।

আরো উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস শাহরিয়ার কবি প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫