Logo
×

Follow Us

শিক্ষা

এএসডির আয়োজনে শিশু বিষয়ক রচনা প্রতিযোগিতা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ১১:৫১

এএসডির আয়োজনে শিশু বিষয়ক রচনা প্রতিযোগিতা

রচনা প্রতিযোগিতা

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’ এর ‘ডেভেলপমেন্ট অব চিলড্রেন এ্যাট হাই রিস্ক (ডিসিএইচআর)’ প্রজেক্ট ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানি এর আর্থিক সহায়তায় করোনা অতিমারিতে শিশুরা কি ধরণের সমস্যার মুখোমুখি হচ্ছে তা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাতে লেখা বাংলা রচনা আহবান করা হচ্ছে।  

রচনার সাথে আলাদা কাগজে প্রতিযোগিতার গ্রুপ, প্রতিযোগীর নাম, ছবি, শ্রেণি, বিদ্যালয়ের নাম, স্থান, অভিভাবকের নাম, অভিভাবকের মোবাইল নাম্বার ও ঠিকানা পাঠাতে হবে। 

উল্লেখ্য, রচনা লেখার জন্য ইন্টারনেট থেকে হুবহু কপি ও পেস্ট করা যাবে না। কোথাও থেকে তথ্য নিলে তথ্যসূত্র উল্লেখ করত হবে। 

রচনার বিষয়- করোনা অতিমারিতে বন্ধ দরজার অন্তরালে আমার জীবন

শব্দ সংখ্যা-  ১৫০০ শব্দ (ক গ্রুপ: ষষ্ঠ-অষ্টম শ্রেণি) এবং ২০০০ শব্দ (খ গ্রুপ: নবম-দশম শ্রেণি) রচনা পাঠানোর শেষ তারিখ- ৩১ আগস্ট।

রচনা পাঠানোর ঠিকানা- ডিসিএইচআর প্রজেক্ট, এএসডি, বাড়ি-২৯২, রাড-২, বায়তুল আমান হাউজিং সাসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

পুরস্কার: প্রত্যেক গ্রুপের সেরা পাঁচজন পাবে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা মূল্যমানের বই। রয়েছে সম্মাননা ক্রেস্ট ও সনদ। এছাড়া বাছাইকৃত রচনাগুলো দিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য জানতে www.facebook.com/asdngobd www.asd.org.bd।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫