Logo
×

Follow Us

শিক্ষা

সরকারি হলো আরো তিন কলেজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১৩:৪১

সরকারি হলো আরো তিন কলেজ

সরকারি হলো আরো তিন কলেজ

১১ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নামের ৪টি কলেজ সরকারি করে গেজেট প্রকাশের পর আরো তিনটি বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে স্থাপিত কলেজগুলো সরকারি করে ১৬ আগস্ট  আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সরকারি হওয়া কলেজগুলো হলো- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এবং রাজধানী মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ।  

জানা গেছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ অনুসারে কলেজগুলো সরকারি করা হয়েছে। ১৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হলেও এ কলেজগুলো ১১ আগস্ট থেকে সরকারি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫