
অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী।
রবিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক আগস্টের ১৯ তারিখ থেকে শিক্ষা ছুটিতে। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ধারা ২৪ (৩) বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক এনএম রবিউল আউয়াল চৌধুরী, সহকারী অধ্যাপক, কুবি কে নির্দেশক্রমে প্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, এনএম রবিউল আউয়াল চৌধুরী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। একজন গবেষক হিসেবেও তার খ্যাতি আছে।