Logo
×

Follow Us

শিক্ষা

পবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৭:৩৯

পবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষা

দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পবিপ্রবির মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজকের ভর্তি পরীক্ষা। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো সন্তোষজনক। পবিপ্রবি কেন্দ্রে প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু হলে পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় তিনি বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিঘ্ন ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১লা নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫