ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কুবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১৫:৪৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
রুমমেটের দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের ছাত্রী রাবিনা ঐশী। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঘুমের ওষুধ খেয়ে তিনি এ চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকায় ‘বাচ্চু মিয়ার মেস’ নামে একটি ছাত্রী নিবাসে এই ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বাড়িওয়ালা ও মেসের অন্য ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ঐশী ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জুবায়দা ফৌজিয়া নদী ওই মেসে একই কক্ষে থাকেন। ঐশীর বান্ধবী লাবিবা ইসলাম নিয়মিত গ্রুপ স্টাডির নামে প্রায়ই ওই কক্ষে আসতেন। প্রায় দুই মাস ধরে এটিকে কেন্দ্র করে সমস্যায় ভুগছিলেন নদী।
গত শনিবার (২০ নভেম্বর) নদী মেসের মালিক সোহাগ আলীকে এই সমস্যার কথা জানান। তিনি ঐশীকে তার গেস্ট সংখ্যা ‘লিমিটে’ আনতে বলেন। এটিকে কেন্দ্র করে সন্ধ্যায় তাদের মাঝে কথা কাটাকাটি হলে ঐশী এই ঘটনা তার বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী মো. এরশাদ হোসাইনকে জানায়। এরশাদ একই ব্যাচের প্রণব চক্রবর্তীসহ বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের আরও কিছু আবাসিক শিক্ষার্থী নিয়ে বাড়িওয়ালাকে খুঁজতে খুঁজতে মেয়েদের মেসের ভিতর প্রবেশ করেন।
নদী অভিযোগ করেন, ‘মেসে ঢুকে এরশাদ, প্রণবসহ আরও কয়েকজন আমাকে বলে তোরে মাইরা ফালাইয়া রাইখা যামু কেউ টেরও পাইব না, তোর বাপ-মা শিক্ষা দেয় নাই? ক্যাম্পাসে কেমনে ফ্রীলি চলিস দেইখা নিমু নে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় নদী সাহায্যের জন্য তার বন্ধু রিয়াজসহ অন্যান্যদের ডেকে আনে। উদ্ভুত পরিস্থিতিতে বাড়িওয়ালা দুই গ্রুপকে নিয়ে নিচে নেমে যান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সেসময় উপস্থিত থাকায় বাড়িওয়ালা ও শিক্ষার্থীদের সঙ্গে বসে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে রুম পরিবর্তনের মাধ্যমে এ সমস্যা সমাধানের পরামর্শ দেন।
কিন্তু রুমে ফিরে যাওয়ার পর জীবন ও সম্ভ্রম নিয়ে শঙ্কায় আছেন উল্লেখ করে নদী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ওই স্ট্যাটাস ছড়িয়ে পড়লে মানসিক চাপে পড়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐশী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সেসময়ে দায়িত্বে থাকা চিকিৎসক ড. শাহজালাল বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাকে আইসিইউতে রাখা দরকার। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এ বিষয়ে বলেন, আমার কাছে একজন রবিবার লিখিত অভিযোগ দিয়ে গিয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। আরেকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, তাই তাড়াহুড়ো করছি না। দুইপক্ষের কথা শুনেই সমাধান দেয়া হবে।