বিদ্যালয়ে কোচিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সংগৃহীত
বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালীন কোচিং বন্ধ রাখার বিষয়ে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নেত্রকোনায় দি হলি চাইল্ড কিন্টারগার্টেনের ২৫ বছরপূর্তি অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এসময় শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, কোচিং করার জন্য কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না। এই আইন আগেই পাশ হয়েছিল। কিন্তু আদালতে মামলা করে স্থগিত করার কারণে এতদিন কিছু করা যায়নি। এখন সেই সমস্যা সমাধান হয়ে গেছে। বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
এদিকে, উদ্বোধন শেষে পৌরশহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়। পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।