
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স শেষ হয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরকে এগিয়ে নিতে নবায়নযোগ্য শক্তির প্রতি গুরুত্ব দিচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যু এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কুটনৈতিক অবস্থান প্রশংসনীয়। আমাদের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও সীমিত সম্পদের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে।’
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ২য় দিনের কার্যক্রমে আরাব একাডেমিক ফর সাইন্স, টেকনোলজি এন্ড মেরিটাইম ট্রান্সপোর্টের অধ্যাপক আহমদ এফ ইনসাফতি তার কিনোট স্পিচ দেন।
২ দিন ব্যাপী আয়োজিত কনফারেন্স বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালেশিয়াসহ পৃথিবীর প্রায় ১০ টি দেশ থেকে যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোগক্তাদের মিলনমেলা বসে। এতে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর যন্ত্রকৌশল শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ICMERE-২০২১ এর টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।