Logo
×

Follow Us

শিক্ষা

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকছে হল

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ২০:৩২

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকছে হল

রাবি প্রশাসনের জরুরি সভা শেষে বিফ্রিং

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ি শুক্রবার ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সশরীরে ক্লাস।ক্যা

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে আজ ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ এছাড়া শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না৷

পরীক্ষার বিষয়ে অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, এখন পর্যন্ত রাবিতে অনলাইনে কোনো পরীক্ষা নেওয়া হয় নি। অনলাইনে পরীক্ষা নিতে গেলে কারিগরি কিছু সমস্যা দেখা দেয়। এ বিষয়ে যে কোনো বিভাগ চাইলে সশরীরে কিংবা অনলাইনে পরীক্ষা নিতে পারবেন৷

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫