Logo
×

Follow Us

শিক্ষা

ঢাবির হলের ‘গেস্টরুমে’ অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৩৬

ঢাবির হলের ‘গেস্টরুমে’ অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

বিজয় একাত্তর হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আখতারুল ইসলাম নামে ওই শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। 

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে দ্বিতীয় বর্ষের পাঁচ-ছয়জন শিক্ষার্থী আখতারুলকে গেস্টরুমে ডেকে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন আখতারকে গেস্টরুমে ডাকা হয়েছিল, তখন অসুস্থতার জন্য তিনি গেস্টরুমে আসতে পারেননি। পরে তাকে ডেকে এনে গেস্টরুমে ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকার সাজা দেন। এসময় আখতার আরও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তার ইসিজি, কোভিড টেস্ট ও প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠিয়ে দেন চিকিৎসক।

নির্যাতনের শিকার শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, অভিযুক্তরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

আখতার জানান, তার বাবা সাতদিন আগে স্ট্রোক করেছেন, আর ছোট ভাই দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছেন; এসব বিষয় নিয়ে কয়েকদিন ধরেই মানসিক ট্রমার ভেতরে তার সময় কাটছিল। এমন সময় এ ধরনের নির্যাতন তিনি সহ্য করতে পারেননি। 

এদিকে অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট ও প্রভোস্ট স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বশির বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে এবং আজকের মধ্যে এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে।

ছাত্রলীগের একজন সদস্য আবু ইউনুস বলেন, আমাদের সংগঠন এ ধরনের কোনও অমানবিক কাজ সমর্থন করে না। যত দ্রুত সম্ভব আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫