চবির নতুন কলাভবনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত ড. আব্দুল করিম ভবনে কলা ও মানববিদ্যা অনুষদসহ প্রাথমিকভাবে ৬টি বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মো মহীবুল আজিজ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের সভাপতিদের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১৬ টি বিভাগের মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি বিভাগ প্রাথমিকভাবে স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়। নির্মাণকাজ চলমান থাকায় বাকি বিভাগগুলো পুরাতন ভবনে থাকবে। পরে তাদের স্থানান্তর করা হবে।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মো. মহীবুল আজিজ বলেন, আমরা জ্যেষ্ঠতার ভিত্তিতে ৬টি বিভাগকে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। চলতি মাসেই অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে পারব বলে আমরা আশা করছি। আগামী মার্চ মাসের মধ্যে ১২টি বিভাগ নিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে নতুন কলা ও মানববিদ্যা অনুষদ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের দ্বিতীয় ভবনের (ষষ্ঠ একাডেমিক ভবন) দরপত্র আহ্বান করা হয় ২০১৬ সালের ২৮ অগাস্ট। জিকেবি এন্ড কোম্পানি (প্রা.) লিমিটেড লিড ফার্ম হিসেবে এবং দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েটস লি. পার্টনার ইনচার্জ হিসেবে দরপত্রে অংশ নেয়। ওই কাজের জন্য প্রথম নিম্ন দরদাতা হয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স-জিকেবিএল (জেভি)। তাদেরকে ৭৫ কোটি টাকার এই কাজের কার্যাদেশ দেয়া হয় ২০১৬ সালের ২৪ অক্টোবর। ২০১৮ সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষের সময় নির্ধারিত ছিল। তবে দ্বিতীয় এবং তৃতীয় বর্ধিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের যতটুকু কাজ শেষ হয়েছে তারমধ্যেই একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।