শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়ছে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাস সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে৷ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়ে গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। করোনা সংক্রমণ না কমায় পরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়।
দীপু মনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আগামীকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব। আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।
তিনি বলেন, আমরা সবাই স্বাস্থ্যবিধি মানবো, সংক্রমণের হার কমে যাবে এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে আর ব্যাহত না হয় সে জন্য যে ছুটি এখন চলছে—শ্রেণিকক্ষে পাঠদান আপাতত বন্ধ আছে, সেটির সময়সীমা আশা করি আর বাড়াতে হবে না।