Logo
×

Follow Us

শিক্ষা

যবিপ্রবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

Icon

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮

যবিপ্রবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল বিভাগের সকল বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) যবিপ্রবি উপাচার্যের অফিস কক্ষে ডিনস কমিটির সভায় সশরীরে ক্লাস শুরু করার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী ২২ তারিখ থেকে সকল বিভাগে সকল বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। কোভিড-১৯ এর ২ ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরাই সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। যে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত ২ ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে অতি জরুরি টিকা গ্রহণ করে টিকা গ্রহণের সনদ সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’       

যবিপ্রবির উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের পক্ষে ড. শিরিন নিগার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. হাফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫