Logo
×

Follow Us

শিক্ষা

চবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

চবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম বর্ষের ক্লাসও এদিন থেকে শুরু হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়, চবির সব বর্ষের ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে চালু হবে। সব বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে।

এতে আরো বলা হয়, ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সভা ব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এছাড়াও শিক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার জন্যও বলা হয়।

এর আগে, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫