পাবনায় ৪৩তম ‘বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২’ উদ্ধোধন

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৯

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখছেন। ছবি: সাম্প্রতিক দেশকাল
বিজ্ঞান, প্রযুক্তি
ও
নৈতিকতা
একসূত্রে
গাঁথা
এই
প্রতিপাদ্যকে
সামনে
রেখে
পাবনায় ৪৩তম
‘বিজ্ঞান
ও
প্রযুক্তি
সপ্তাহ-২০২২’
উদ্ধোধন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে
জেলা
প্রশাসক
সম্মেলন
কক্ষে এর
উদ্ধোধনী
অনুষ্ঠান আয়োজন করা হয়।
জাতীয় জাদুঘরের তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান
ও
প্রযুক্তি
মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষাকতায় অনুষ্ঠানটি আয়োজন করে
জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা
ও
আইসিটি)
আফরোজা
আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
জেলা
প্রশাসক
বিশ্বাস
রাসেল
হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত সহকারি পুলিশ
সুপার
শরীফ
ইসলাম
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন বিষয়গুলো তাদেরকে শেখাতে হবে। তাহলেই বিশ্বে মাথা
তুলে
দারানো সম্ভব। সরকার প্রযুক্তি খাতে ভালো
বিনিয়োগই করছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরো
মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।