
ইসলামী
বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থীর কাছে লাঞ্ছনার শিকার হয়েছেন এক শিক্ষক।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক
ভবনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়।
লাঞ্ছনার
ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম আলমগীর হোসেন। তার ভাষ্যমতে, তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১০-১১
শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তাকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায়
সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। আমরা তাকে পুলিশে দিয়েছি। বিষয়টি নিয়ে বিভাগের পক্ষ থেকে একটি কমিটি করা হবে। সে আমাদের সাবেক শিক্ষার্থী হয়ে থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ
ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ
করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা আমাদের শিক্ষক লাঞ্ছিত কেন
প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে
বহিরাগত কেন প্রশাসন জবাব চাই-বিভিন্ন স্লোগান দিতে থাকেন।