
ফাইল ছবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শূন্য আসনে ভর্তি শুরু হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে এবং বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
এ, বি এবং সি বিভাগের মেধাতালিকা থেকে যারা ইতিমধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান করেছে, আসন খালি থাকলে কাগজপত্র জমা দিয়ে তারা ভর্তি হতে পারবে। উল্লেখিত ইউনিটগুলোর ভর্তি প্রক্রিয়া আজ সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে। ডি, ই ও এফ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা টাকা জমা দিয়েছে তাদের ভর্তি চলবে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।
তবে, আগামীকাল আসন খালি থাকলে এ, বি, সি বিভাগের শিক্ষার্থীও ভর্তি হতে পারবে যারা অপেক্ষমাণ তালিকায় থাকবে এবং আসন খালি থাকলে আগামী ২৮ তারিখেও চলবে ডি, ই, এফ বিভাগের ভর্তি কার্যক্রম। শিক্ষার্থীদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি ফি, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.admission.nstu.edu.bd) এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.nstu.edu.bd)।