জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ২০:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৪৮টি কলেজের ২৯৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪,৭২,১২২ (চার লাখ বাহাত্তর হাজার একশত বাইশ) জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১,৪৮,৪৯০ (এক লাখ আটচল্লিশ হাজার চারশত নব্বই) জন মানোন্নয়ন পরীক্ষার্থী। পাশের হার ৮৯ দশমিক ৩০ শতাংশ।
প্রকাশিত ফলাফল পেতে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh1 Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও www.nu.ac.bd ও www.nubd.info পাওয়া যাবে।