Logo
×

Follow Us

শিক্ষা

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

Icon

জাবি সংবাদদাতা

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১৯:৪২

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

ফাইল ছবি

আগামী ৯ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস অনলাইনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সশরীরে ক্লাস নেওয়া হবে ঈদের পর।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ৯ মার্চ থেকে নতুন ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু করা হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগগুলো নিজ নিজ পদ্ধতিতে অনলাইন ক্লাস পরিচালনা করবে।

কবে নাগাদ নতুন শিক্ষাবর্ষের সশরীরে ক্লাস শুরু করা হবে জানতে চাইলে  তিনি বলেন, ঈদ-উল ফিতরের পরপরই সশরীরে ক্লাস নেওয়া হবে। অন্য ব্যাচের মতো তাদেরকেও ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে বরণ করে নেওয়া হবে।

এদিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসরোল এবং রেজিস্ট্রেশন নম্বর ক্লাস শুরুর আগে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (academic.juniv.edu) প্রকাশ করা হবে বলে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর প্রায় এক মাস পর ৭ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫