
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
সরকারি সব সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা ইএফটিতে বেতন পেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেনো পাবেন না বলে প্রশ্ন তুলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহামেদ।
তিনি বলেছেন, শিগগিরই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো শুরু হবে। তবে কারিগরি জটিলতায় এমপিও শিক্ষকদের বেতন ইএফটিতে পাঠাতে কিছুটা দেরি হচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন আমরা দেশের সব ক্ষেত্রে ডিজিটাল করছি। আমরা এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতাও ইএফটিতে করতে চাচ্ছি। সরকারের প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটালাইজড করার চেষ্টা করছি। সরকারের সব সেক্টরের কর্মকর্তা/ কর্মচারিরা ইএফটিতে বেতন পেলে কেনো এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটিতে বেতন পাবেন না?
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে পাঠানোর বিষয়ে কিছু টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে। তবে, শিগগিরই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ইএফটিতে বেতন পাবেন।
গত ১২ মার্চ এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।