Logo
×

Follow Us

শিক্ষা

নীলক্ষেত মোড়ে আমরণ অনশনে সাত কলেজের শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১৩:২১

নীলক্ষেত মোড়ে আমরণ অনশনে সাত কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন। ছবি : মেহনাজ খান

নীলক্ষেত মোড় অবরোধ করে তিন দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনে বসেছেন। ফলে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।


শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— 

১. করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯ ও ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দিতে হবে, 

২. দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করতে হবে এবং

৩. গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে। 


এর আগেও গত বুধবার (১৬ মার্চ) তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে চলে যান তারা। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫