Logo
×

Follow Us

শিক্ষা

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে আগুন

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১৬:২৪

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে আগুন

প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ। 

অগ্নিকাণ্ডের মূল কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট জনিত কারণে এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী। তিনি বলেন, সকালে এই ঘটনার খবর শুনতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা না গেলেও তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫