Logo
×

Follow Us

শিক্ষা

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনিশ্চিত : প্রতিমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৩:৪৩

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনিশ্চিত : প্রতিমন্ত্রী

সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি ও ইবতেদায়ী)  অনিশ্চিত। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আর আগামী বছর থেকে পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা নেওয়া হবে না জানিয়ে তিনি আরো বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নভেম্বরে পরীক্ষার তিন মাস আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগের কিছু নাই। পরীক্ষার হবে কি না সেটা বছর শেষের তিন মাস আগে জানানো হবে।

তিনি বলেন, প্রায় দুই বছর বিদ্যালয় বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর একটু সময় নিই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাবো। সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা ২-৩ মাস আগে জানাবো। এখনই জানালে কোচিং সেন্টার সব লাইন ধরবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫