Logo
×

Follow Us

শিক্ষা

সব মাদ্রাসায় সাইনবোর্ড বসানোর নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ১৩:০৬

সব মাদ্রাসায় সাইনবোর্ড বসানোর নির্দেশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

দেশের সব মাদ্রাসায় সাইনবোর্ড বসানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

গতকাল মঙ্গলবার (১৭ মে) অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

দেশের অনেক মাদ্রাসা ভবনে নাম-ঠিকানা সম্বলিত কোনো সাইনবোর্ড নেই। এজন্য এসব প্রতিষ্ঠানের অবস্থান জানতে বা পরিদর্শনে সমস্যা হয়। সেই কারণেই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদ্রাসায় তা দেখা যায় না। যেকোনো কারণে সাইনবোর্ড না থাকা মাদ্রাসাগুলো পরিদর্শন করতে গেলে সঠিক অবস্থান নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানা সম্বলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে।

এ কারণে দেশের সব কামিল/ফাজিল/আলিম/দাখিল/এবতেদায়ি মাদ্রাসার মূল ভবন ও প্রবেশপথে নাম-ঠিকানা সম্বলিত সাইনবোর্ড ঝোলাতে বলা হয়েছে। 

একইসাথে বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম-ঠিকানা সম্বলিত সাইনবোর্ড স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫