Logo
×

Follow Us

শিক্ষা

ইবিতে আলোকচিত্র প্রদর্শনী শুরু ২১ মে

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২২, ১৩:৫৩

ইবিতে আলোকচিত্র প্রদর্শনী শুরু ২১ মে

আলোকচিত্র প্রদর্শনী

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। আগামী ২১ মে বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডোরে ফটো ফেস্টিভাল শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত। এতে দেশ- বিদেশের বিখ্যাত আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হবে। 

এ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশন( IUPA)। 

সংগঠন সূত্রে, এই প্রদর্শনীর জন্য সারাদেশ থেকে ছবি আহ্বান করা হয়। এতে  প্রায় ১২০০ ছবি অংশগ্রহণকারীরা জমা দেয়। এর মধ্য থেকে ৮০টি ছবি প্রদর্শনীর জন্য চূড়ান্ত করেছে বিচারকরা। এতে বিচারকের দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রী এবং লেখক সুদীপ্ত সালাম ও আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী। 

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ দিন ধরে আমরা ছবি যাচাই বাচাই করেছি। অনেক প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছে। প্রতিযোগী ছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ফটোগ্রাফারদের ছবি এখানে প্রদর্শিত হবে। যা সবার ভালো লাগবে বলে প্রত্যাশা রাখি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫