Logo
×

Follow Us

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁস: মাউশি অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:৩৬

প্রশ্নপত্র ফাঁস: মাউশি অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাতে অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৩ মে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনিবার্য কারণে বাতিল করা হলো।


উল্লেখ্য, এই নিয়োগ পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। প্রশ্নের উত্তরসহ একাধিক আসামিকে গ্রেপ্তারও করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। অবশেষে বৃহস্পতিবার এই পরীক্ষা বাতিলের ঘোষণা এলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫