Logo
×

Follow Us

শিক্ষা

জাবিতে সিওয়াইবির নতুন কমিটি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২২, ১০:০৭

জাবিতে সিওয়াইবির  নতুন কমিটি

সভাপতি মো. নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক উম্মে মোতাহারা অনামিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. নাঈম ইসলামকে সভাপতি এবং একই বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী উম্মে মোতাহারা অনামিকাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুহতাসিম মুনিম ও শাহরিনা তাসনীম মনামী, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ শুভ ও সাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ সানা এবং কোষাধ্যক্ষ জহীরুল ইসলাম।  

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার সোসাইটি বা সচেতন ভোক্তা সমাজ (সিসএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাবি, জাবি, জবি, ইবি, চবি, রাবি ও খুবিসহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫