
মৃত পলাশ আহমেদ। ছবি- সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত পলাশ আহমেদ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ।
প্রত্যক্ষদর্শী সিয়াম নামের এক শিক্ষার্থী জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে পালাশ নিখোঁজ হন। খবর পেয়ে পুকুরপাড়ে ভিড় জমায় হলের শিক্ষার্থীরা। ১৫ মিনিটের মত খোঁজাখুঁজির পর সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।