বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : ইউএনবি
খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান ও বাসযাত্রী আব্দুল খালেকের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে।
আলী ওসমান একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটেটিভ ও আবুল খালেক গাছ কাটা শ্রমিক ছিলেন। তাদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, সাতক্ষীরাগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার পিসিএফ ইন্ডাস্ট্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের োথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। তখন বাসের একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে তিনজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আটজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
