
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ফাইল ছবি
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।
আজ শুক্রবার (২৪জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৩৯তম বার্ষিক সিনেট অধিবেশনে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবিরের উত্থাপিত দাবির প্রেক্ষিতে উপাচার্য এ কথা বলেন।
অধ্যাপক আলমগীর তার বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিশীঘ্র সমাবর্তন অনুষ্ঠান ও জাকসু নির্বাচনের দাবি উত্থাপন করে বলেন, প্রতিষ্ঠার ৫০ বছর পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র ৫টি সমাবর্তন হয়েছে। এখন প্রায় পাঁচটি ব্যাচ সমাবর্তনের অপেক্ষায় আছে। আমরা যখন সিনেট হলে প্রবেশ করি তখন অনেক শিক্ষার্থী ব্যানার নিয়ে বিভিন্ন দাবিদাওয়া জানিয়েছে। ব্যানারের অনেকাংশে জুড়ে ছিলো সমাবর্তন ও জাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত হবে অতিশীঘ্র সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা এবং জাকসু নির্বাচন দেয়া।
জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বলেন, সমাবর্তন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে সমাবর্তন অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, সিনেট অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।